মম চিত্তে নিতি নৃত্যে রবীন্দ্রসংগীতের ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মম চিত্তে নিতে নিত্তে গানটি আশাকরি সকলেই শুনেছেন। এখন এই ভিডিওতে গানটির ব্যাখ্যা সম্পর্কে জেনে নিন। এই গানটিতে রবীন্দ্রনাথের জীবন ভাবনা সম্পর্কে মনোভাব প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ আনন্দের কবি জীবনের সব ক্ষেত্রে তিনি আনন্দ খুঁজে পেয়েছেন। তার মনের আনন্দের প্রতিধ্বনি এই গানটি শুনতে পাওয়া যায়। জীবন সংক্ষিপ্ত কোন ভাবনা নয় ভুবন জুড়ে আনন্দের প্রতিধ্বনি' সেই প্রতিধ্বনিতে জীবনকে মিলিয়ে নিতে হবে। দুঃখ নিয়ে বসে থাকলে চলবে না বরং চিত্তকে উদার করে পরমানন্দের আনন্দধ্বনি শুনতে হবে। তুচ্ছতার ঊর্ধ্বে উঠে মহৎ করে তুলতে হবে জীবনকে। সেই মহৎ এর বাণী এই গানটিতে প্রকাশ পেয়েছে।
#momochittenitinritye
#ravindrasangeet