বঙ্গভূমির প্রতি মধুসূদন দত্ত।। কবিতার ব্যাখ্যা।।
বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি কবিতায় বঙ্গভূমির প্রতি অকুণ্ঠ ভালোবাসা প্রকাশ পেয়েছে। কবি মধুসূদন ফ্রান্সে থাকাকালে ভারত ভূমির প্রতি আন্তরিক আকর্ষণ অনুভব করেছিলেন। তিনি ইংরেজি সাহিত্যের কবি হতে চেয়েছিলেন। কিন্তু তার স্বপ্ন সফল হয়নি। সর্বাধিক জনপ্রিয় হয়েছিলেন বাংলা ভাষায় কাব্য রচনা করে। বাঙালি তাকে আপন করে নিয়েছিলেন। তিনি বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেছিলেন, মহাকাব্য রচনা করেছিলেন, অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি করেছিলেন। বাংলা ভাষায় তিনি সোনার ফসল ফলিয়ে ছিলেন। তাই বাঙালি তাকে তাদের অন্তরে স্থান দিয়েছিলেন। মধুসূদন বাঙালির এই ভালোবাসার কথা ভুলতে পারেননি। বঙ্গভূমির প্রতি' কবিতায় তিনি বাঙালির এই ভালোবাসাকে প্রকাশ করেছেন। বঙ্গভূমি এবং বাঙালির প্রতি তার আন্তরিক আনুগত্য এই কবিতায় প্রকাশ পেয়েছে। কবিতাটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা শুনতে হলে বা জানতে হলে এই আর্টিকেলের সঙ্গে যে ভিডিও আছে সেই দুটি দেখুন।
Video 1:
Video 2:
#madhusudandutta
#bongobhumirproti
#bangabhumirproti