দেশ ভ্রমণ । Excursion .

বাংলা সাহিত্য আলোচনা । প্রবন্ধ রচনা ।  শব্দ সংখ্যা ৩৪৫টি । সপ্তম শ্রেণি ।



দেশ ভ্রমণ ।

দেশ ভ্রমণ । Excursion .
দেশ ভ্রমণ । Excursion .



ভূমিকা ঃ


অজানাকে জানার আকাঙ্ক্ষা ও প্রাপনীয়কে পাওয়ার আকাঙ্খায় যুগে যুগে মানুষ ঘর ছেড়েছে  বিপুলা পৃথিবী নানাবিধ বৈচিত্রের উপহার সাজিয়ে রেখেছে আমাদের জন্য  দেশ ভ্রমণের মাধ্যমে মানুষ পৃথিবীর বৈচিত্রকে উপলব্ধ করতে চায়  সৌন্দর্যপিয়াসী মানুষ ছোট্ট গণ্ডিতে আবদ্ধ না থেকে বিশ্ব মানবের সাথে মিলিত হতে চায়  এভাবে মানুষ অনেকের মধ্যে নিজের অবস্থানটি বুঝে নিতে প্রয়াস হয় ।

ভ্রমণের জন্য প্রয়োজনীয় উপাদান ঃ


ভ্রমণের জন্য প্রয়োজন একটি উৎসাহী মন  পৃথিবীর রূপ দেখার দৃষ্টি এবং সৌন্দর্য উপভোগের যোগ্যতা থাকলে তবেই দেশ ভ্রমণ করা যায়  এইসব মানসিক দিক ছাড়াও একটি বাস্তব দিকও এর সাথে যুক্ত আছে  তা হল, ভ্রমণের জন্য উপযোগী অর্থের স্বাধীনতা  তবে অর্থ থাকলেই মানুষ সফলভাবে ভ্রমণ করবে এমনটা হয় না  অন্তর্নিহিত অনুপ্রেরণা মানুষকে চেনা জীবনের বাইরে পা ফেলতে বাধ্য করে ।

 ভ্রমণের সুফল ঃ


ভ্রমণের মাধ্যমে মানুষের অভিজ্ঞতার ভান্ডার সম্পূর্ণ হয়  গণ্ডিবদ্ধ জীবন মানুষকে যথার্থ জীবনের আশ্বাস দেয় না  রূপের ঐশ্বর্যে ডালি সাজিয়ে অপরূপা পৃথিবী মানুষকে আহ্বান করে  অদেখাকে দেখার জন্য পিয়াসীমন উন্মুখ থাকে  ফলস্বরূপ, পৃথিবীর নতুন নতুন রূপ আবিষ্কার করি আমরা  এভাবে কত দেশ, নগ, প্রান্ত আবিষ্কার হয়েছে এবং হয়ে চলেছে  ভাস্কো-দা-গামা, কলম্বা, আমেরিগো ভেসপুচি প্রমূখ পর্যটক পৃথিবীর অজানা স্থান সম্পর্কে অনুসন্ধিৎসু হয়েছিলেন বলেই আমেরিক, ভার, নিউজিল্যান্ড এরকম কত দেশ ও স্থান মানুষের জ্ঞানের সীমা আসতে পেরেছে  ভ্রমণ আমাদের মানসিক চাহিদা পূর্ণ করে মনকে সতেজ করে  বিশ্ব মানবের সাথে মিলনের ফলে মনের ক্ষুদ্রতা দূর হয়, বিশ্বভ্রাতৃত্ববোধ জেগে ওঠে, জাতীয়তাবাদের ধারণাটি আমাদের মনে সত্যরূপে প্রতিষ্ঠা পায়  ছকভাঙ্গা জীবনের প্রতি দুর্বার আকর্ষণ মানুষকে চার দেয়াল থেকে বের করে আনে  মন যেন তখন বলে ওঠে,
‘’হারে রে রে রে রে আমায় ছেড়ে দেরে দেরে
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে ।’’

 উপসংহার ঃ


 আমাদের জীবনে নানারূপ বাধা আছে  সেগুলিকে অতিক্রম করতে পারলে জীবনের নব তাৎপর্য খুজে পাওয়া যায়  মানুষের মনে সর্বদাই উচ্চারিত হয়
‘’থাকবো না আর বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে ’’
জগৎ সম্পর্কে পরিপূর্ণ উপলব্ধি না ঘটলে জীবনের পুনর্মূল্যায়ন করা সম্ভব নয়  তাই খাঁচার পাখিরপ মানুষ নিত্য বনের পাখি রূপ অজানাকে জানার নেশায় বদ্ধজীবনের কারা ভেঙে স্রোতস্বিনীর মতো এগিয়ে চলে

বাংলা সাহিত্য আলোচনা

Previous Post
First
Related Posts