Peasant Revolts in Bengal in the 19th Century

19 শতকের কৃষক বিদ্রোহ পরাধীন ভারতের ইতিহাসে এক উল্লেখযোগ্য ঘটনা। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে বাংলার কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে। সন্ন্যাসী বিদ্রোহ হল বাংলার প্রথম কৃষক বিদ্রোহ। এরপর চোয়াড় বিদ্রোহ, পাইক বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, ময়মনসিংহ জেলার কৃষক বিদ্রোহ, নীল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন প্রভৃতি বিদ্রোহ সংঘটিত হয়। পরাধীন ভারতের ইতিহাসে কৃষক বিদ্রোহ জাতীয়তাবাদের জন্ম দেয়। ইংরেজ সরকার কর্তৃক নির্মমভাবে বিদ্রোহীদের বিরুদ্ধে অত্যাচার করা হয়। তবুও কৃষক বিদ্রোহ থেমে যায় নি।

কৃষক বিদ্রোহ বিষয়ে আরও জানতে চাইলে এখানে ক্লিক করুন। https://youtu.be/-fG9L6y6sAg




Previous Post
Next Post
Related Posts